সভাপতির বাণী

সভাপতির বাণী

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ডালনিয়া ইসমাইল-আলেফ উচ্চ বিদ্যালয় তৎকালীন কতিপয় শিক্ষানুরাগীদের বিশাল তৎপরতা, কঠোর পরিশ্রম ও বৈরী পরিবেশ উপেক্ষা করে এলাকার অবহেলিত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা পায়।

তন্মধ্যে প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহমান সিকদার, দাতা জনাব ইসমাইল খান এবং আমির হোসেন সিকদার অন্যতম। এই প্রতিষ্ঠানটি বর্তমানে গোপালগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল।

এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।



- মহসিন রাজু
সভাপতি, ডালনিয়া আই.এ উচ্চ বিদ্যালয়